Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ 

ঝালকাঠি প্রতিনিধি

রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ 

ঝালকাঠির রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় এ সংর্ঘষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলামসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। সভা শুরু হওয়ার আগমুহূর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধার নেতৃত্বে কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ ও হুমায়ন কবিরসহ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতিকে ছাড়া বর্ধিত সভা আয়োজন করার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। 

একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রতন বিশ্বাস, যুবলীগের কর্মী নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। 

এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। এটা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে। 

উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে না জানিয়ে সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম ও সহসভাপতি আব্দুস সবুর হাওলাদারসহ কয়েকজন মিলে বর্ধিত সভার আয়োজন করেন।’

 রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে নাজেহাল

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক

ইজারা জমা দিতে বাধা নেপথ্যে বিএনপির চক্র

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা