বরিশালের মুলাদীতে জাটকা ইলিশ ধরায় ৪ জেলেকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত চার জেলেকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলার আড়িয়াল খাঁ নদে অভিযান চালায় মৎস্য প্রশাসন। অভিযানে তেরচর ও কুতুবপুর গ্রামের আয়নাল ব্যাপারী, রুবেল সরদার, জসিম প্যাঁদা ও ইদ্রিস ব্যাপারী নামের চার জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি নৌকা থেকে প্রায় দেড় মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।