হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবলীগ নেতা–কর্মীর বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকির হোসেন নামে ওই ব্যবসায়ী স্থানীয় বিএনপির নেতা। 

মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রারি (৪৫) ও সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান খানের (৪২) নেতৃত্বে ১০ / ১২ জন স্থানীয় যুবলীগ নেতা–কর্মী আমাকে দোকান থেকে বের করে নলচিড়া–মাহিলাড়া সড়কে নিয়ে যায়। সেখানে সেতুর কাছে নিয়ে লোহার রড, জিআই পাইপ ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে যায়। এরপর তারা বাজারে বিএনপির সমর্থক মনির সিকদারের (৪৫) স’মিল বন্ধ করে দেয়। মিল চালু করলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। এ সময় স’মিলের কর্মচারী বিএনপির কর্মী শাহ আলমকে (৪৬) তারা পিটিয়ে আহত করেছে।’ 

অভিযোগের ব্যাপারে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রারি (৪৫) ও সাংগঠনিক সম্পাদক মো. আলীমুজ্জামান খানের (৪২) কাছে জানতে চাইলে তাঁরা বলেন, তাঁরা মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের ওপর হামলা করেননি। স’মিল বন্ধের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন খান বলেন, ‘এ ঘটনা সম্পর্কে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ