Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে জেলে হত্যা, ২ দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহনে জেলে হত্যা, ২ দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি

ভোলার লালমোহনে মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুপক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষে আজগর আলী (২৬) নামে এক জেলে নিহত হয়। এ ছাড়া আহত হন আরও ৫ জেলে। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি।

এর আগে গত মঙ্গলবার রাতে নিহত জেলের বাবা মো. খোরশেদ বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। এতে স্থানীয় নয়ন মাঝিকে প্রধান করে ১০ জনকে আসামি করা হয়। এর পরদিনই গতকাল বুধবার পুলিশ অভিযান চালিয়ে আসামিদের একটি ট্রলার জব্দ করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, গত মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে একই স্থানে জাল পাতাকে কেন্দ্র করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জেলে নয়ন গ্রুপের সঙ্গে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের জেলে মতিন মাঝি গ্রুপের সঙ্গে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে মাথায় গুরুতর আহত হয়ে আজগর আলী নামের এক জেলে নিহত হয়।

ওসি বলেন, এ ঘটনার পর থেকেই হত্যার সঙ্গে জড়িত আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা