ভোলার লালমোহনে মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুপক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষে আজগর আলী (২৬) নামে এক জেলে নিহত হয়। এ ছাড়া আহত হন আরও ৫ জেলে। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি।
এর আগে গত মঙ্গলবার রাতে নিহত জেলের বাবা মো. খোরশেদ বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। এতে স্থানীয় নয়ন মাঝিকে প্রধান করে ১০ জনকে আসামি করা হয়। এর পরদিনই গতকাল বুধবার পুলিশ অভিযান চালিয়ে আসামিদের একটি ট্রলার জব্দ করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, গত মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে একই স্থানে জাল পাতাকে কেন্দ্র করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জেলে নয়ন গ্রুপের সঙ্গে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের জেলে মতিন মাঝি গ্রুপের সঙ্গে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে মাথায় গুরুতর আহত হয়ে আজগর আলী নামের এক জেলে নিহত হয়।
ওসি বলেন, এ ঘটনার পর থেকেই হত্যার সঙ্গে জড়িত আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।