Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

তালতলীতে ব্যাটারিচালিত অটো গাড়ির সিরিয়াল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

আমতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলীতে ব্যাটারিচালিত অটো গাড়ির সিরিয়াল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটো গাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জলিল মৃধা (৩৬), এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২)। তাঁদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটো গাড়ির সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে চারজন আহত হন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, ‘রাজিব ফকির বিএনপির ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।’

আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটো গাড়ির সিরিয়াল ভেঙে গাড়ি চালাতে চেষ্টা করেন। তাতে বাধা দিলে জামাল নামের একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদ করলে রাজিবকে কুপিয়ে জখম করা হয়।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়েদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুয়াকাটা সৈকত দখল করে মার্কেট

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল গ্রেপ্তার

কর্মস্থলে ফিরতে বরিশালে লঞ্চে যাত্রীর ঢল

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহত

ভোলায় অস্ত্র, হাতবোমাসহ বিএনপির ৫ নেতা-কর্মী আটক

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আলতাফ হোসেন চৌধুরী

ছুটি চাওয়ায় বান্দরবানে বদলির হুমকি, কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি

মসজিদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের ওপর হামলা