হোম > সারা দেশ > পটুয়াখালী

ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না: রেজাউল করিম

পটুয়াখালী প্রতিনিধি

সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতার মসনদে বসবে, সেই সুযোগ দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনি না, যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম। কিন্তু তা করিনি। আমাদের ব্যবহার করে কেউ মসনদে বসে দুর্নীতি, অনিয়ম, গুম-খুনের রাজনীতি করবে—তা ইসলামী আন্দোলন সমর্থন করে না। ইসলামী আন্দোলন ন্যায়নীতির রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে অনেক সুযোগ ছিল। সেই সুযোগ নিইনি। আগামীর বাংলাদেশ হবে ইসলামি বাংলাদেশ। যেখানে কোনো অন্যায় থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে।’

উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম নুরুল আমিন সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মাদ আলী হাসান রুহানী ও সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ