হোম > সারা দেশ > বরিশাল

গুচ্ছে থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় নেবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, ‘আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতিমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ বিষয়ে জোরালো সমর্থন দিয়েছেন।’

জানতে চাইলে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, গুচ্ছ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে গরিব, কিন্তু মেধাবী সাধারণ ছাত্র-ছাত্রী ভর্তিতে সহজে সুযোগ পেত। সাধারণ শিক্ষার্থীদের ভর্তিতে বাড়তি খরচ হতো না।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ