হোম > সারা দেশ > বরিশাল

ফেসবুকে খালেদার বিদেশে চিকিৎসার দাবি করা আ.লীগের নেতাকে শোকজ 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোতালেব হাওলাদারকে শোকজ করা হয়েছে।

আজ সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। এতে আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদার বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ)।’

আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত পোস্টটিতে ৬৫৪ জন মন্তব্য করেছেন, ১১০টি শেয়ার হয়েছে এবং ১ হাজার ১০০ জন লাইক দিয়েছেন। বিএনপির অনেকে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অন্যদিকে, মিশ্র প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিকে (সাধারণ সম্পাদক) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এমন মন্তব্য করতে পারেন না। এটি দলের শৃঙ্খলা পরিপন্থী। জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মোতালেব হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আমি এবং দেশবাসী জানে, এ চিন্তা মাথায় রেখেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলেছি। আমি ভেবেছি, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের দল আওয়ামী লীগ এবং সরকার উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল হবে, এই চিন্তায় স্ট্যাটাসটি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যিনি বরিশাল বিএম কলেজের ভিপি (বাংলাদেশ ছাত্রলীগ থেকে নয়, স্বতন্ত্র) থাকা অবস্থায় ১৯৭৫ সালে জাতির পিতা নিহত হলে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে, আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরকারীদের কিছু অনুসারী স্ট্যাটাসটিকে ভিন্ন খাতে নিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।’

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন