হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে বাচ্চু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল সোমবার রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের পৌর ৬ নম্বর ওয়ার্ডের একটি পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বাচ্চু জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত তিনজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, নিহত বাচ্চু দক্ষিণ আইচা থেকে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশনের দিকে আসছিলেন। অপর মোটরসাইকেলটি পেট্রলপাম্প থেকে পেট্রল নিয়ে বের হচ্ছিল। বাচ্চুর মোটরসাইকেলটির সঙ্গে পাম্প থেকে বের হওয়া মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। আহত হন দুই মোটরসাইকেলের তিন আরোহী। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, নিহত বাচ্চুর লাশ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ