হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

ভোলা প্রতিনিধি

ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। জেলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা। 

গ্রেপ্তার বিষয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান ভোলা নৌ কন্টিনজেন্ট লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল, ১৭টি ইয়াবা, একটি রামদা, ৬টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। 

মুফতাদি উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলটসংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। 

নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে জানান মুফতাদি উল ইসলাম। তিনি বলেন, গতকাল রাতেই আটকদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় একটি মামলা করা হয়েছে। 

জনস্বার্থে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান  মুফতাদি।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন