বরিশালের মুলাদীতে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মুলাদী সদরের বড় পাতারচর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের বাড়ির পাশে ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় বড় পাতারচর গ্রামে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশ ডোবায় ফেলে গেছে।
ওসি জহিরুল আলম আরও বলেন, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।