Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

তিন দিন পর বরিশালে দিঘিতে মিলল লাশের আরও ৫ খণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তিন দিন পর বরিশালে দিঘিতে মিলল লাশের আরও ৫ খণ্ড
দিঘি থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরীর কাশিপুরের হাতেম মীরার দিঘিতে আবারও মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দিঘি থেকে একটি খণ্ডিত কবজি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) একই দিঘি থেকে লাশের পাঁচটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে তিন দিনের ব্যবধানে লাশের ছয়টি খণ্ডিত অংশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

লাশের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা মো. জিদান জানান, তাঁর মা দিঘির পাড়ে হাঁটতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু পান। তীরে তুলে সেটি খুলতেই কবজির খণ্ডিত অংশ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরেক স্থানীয় বাসিন্দা নূপুর বেগম বলেন, ‘এর আগেও লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার একই ঘটনা ঘটায় আমরা আতঙ্কে আছি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে নগরীর চার থানা এলাকায় কোনো নিখোঁজের অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নগরীর বাইরে থেকে কাউকে হত্যা করে লাশের খণ্ডিত অংশ এখানে ফেলে দেওয়া হয়েছে। হত্যার স্থান শনাক্ত করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। একাধিক গোয়েন্দা সংস্থা এই রহস্য উদ্ঘাটনের কাজ করছে।’

বিসিসির কাজ বাগাতে তৎপর বিএনপি নামধারীরা

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পেটাল বখাটেরা

মাছ ধরার ট্রলারে ইয়াবার চালান, ১৬ পাচারকারী গ্রেপ্তার

বিষখালী নদীতে ভাসছিল নারীর লাশ

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি কর: শিক্ষার্থীদের শ্রমসচিব

নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

রাঙ্গাবালীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে তরমুজচাষিদের মানববন্ধন

দশমিনার ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ১২ সদস্যকে শোকজ ডিসির