Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পায়রা বন্দরের চ্যানেলে খননকাজের সার্ভে জাহাজডুবি

পটুয়াখালী প্রতিনিধি

পায়রা বন্দরের চ্যানেলে খননকাজের সার্ভে জাহাজডুবি

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল খননে নিয়োজিত বেলজিয়ামের সংস্থা জানডিনুলর একটি সার্ভে জাহাজ ডুবে গেছে। আজ সোমবার সকালে পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে এ ঘটনা ঘটে।

এক্সপ্রেস-৫৪ নামের এই জাহাজটির তলা ছিদ্র হয়ে ডুবে যায়। চ্যানেলের খননকাজের সার্ভে চলাকালে সার্ভে জাহাজটির মেশিন রুমের পাশের একটি ছিদ্র থেকে এ পানি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরারত ট্রলারের সাহায্যে নিরাপদে উঠে আসেন। এদিকে জানডিলুন কোম্পানি এবং পায়রা বন্দরের টাগবোট দ্রুত গিয়ে সবাইকে নিরাপদে নিয়ে আসে। 

বর্তমানে ডুবন্ত সার্ভে জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান। 

উদ্ধার হওয়া ইন্দোনেশিয়ান ক্রুরা হলেন মাস্টার আরহাম আব্দুল রহিম, চীফ অফিসার মোচামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চীফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১) রহমত ফাদিল্লা, এবি (১) অডি ক্রিশ্চিয়ান, এবি (২) রুদি রহমান, অয়েলার (২) মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন। 

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক