Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি

নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে সাংবাদিক ইব্রাহিম খান শাকিলকে (৩৬) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল বুধবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

ইব্রাহিম খান শাকিল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হানিফ খানের ছেলে এবং বেসরকারি চ্যানেল এশিয়ান টেলিভিশনের নলছিটি উপজেলা প্রতিনিধি।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তার চাচাতো ভাই সাংবাদিক ইব্রাহিম খান শাকিল ঘটনাস্থলে গেলে ওই দুর্বৃত্তরা তাঁকেও এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইব্রাহিম খান শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিরিন মৌ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ইব্রাহিম খান শাকিল নামে একজন ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। ওনার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম রেফার করা হয়েছে।’

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ‘স্থানীয় বিএনপির কতিপয় লোকজন আমাদের ওপর হামলা করেছে।’ 

হামলায় গুরুতর আহত ইব্রাহিম খান শাকিলের খালাতো ভাই মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শেবাচিম হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ঢাকা নিয়ে যেতে বলেছে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।’

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে তরল প্রাকৃতিক গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ