Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজের ৬ দিন পর ভান্ডারিয়ায় কিশোরের লাশ উদ্ধার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

নিখোঁজের ৬ দিন পর ভান্ডারিয়ায় কিশোরের লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় এরশাদ সেতুসংলগ্ন পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান। শাওন হাওলাদার বরিশাল কোতোয়ালি থানার ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী মো. হারেছ হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫ জানুয়ারি গভীর রাতে কঁচা নদীসংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রির খালের গোড়ায় একটি ব্রিজের লোহার ভিম চুরির সময় ওই এলাকার লোকজনের সহায়তায় টহল পুলিশ সাত চোরকে আটক করে। আটককৃতদের এক সঙ্গী ওই সময় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দেয়। পরে ওই এলাকায় মাইকিং করে এ ঘটনা জানানো হয়। কোথাও তার সন্ধান পেলে থানা-পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। 

নিখোঁজের ছয় দিন পর আজ বিকেলে এরশাদ সেতুসংলগ্ন পোনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। 

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের