পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পরিষদ নির্বাচনে পুনঃ ভোট দেওয়ার চেষ্টার ঘটনায় মোশাররফ কাজী (৩৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মোশাররফ রাঙ্গাবালী সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামের নাম নসা কাজীর ছেলে।
নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একবার ভোট দিয়ে আবার কেন্দ্রে ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করেন। এ কারণে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।’