হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ওই নারীর নাম মাহিনুর বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানান, শনিবার বিকেলে মাহিনুর বেগমের নিজের ঘরের খাটের নিচে বিষধর সাপ ছোবল দেয়। পরে তাঁকে বাড়ির লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সন্ধ্যায় বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর তিনি আবার অসুস্থ বোধ করলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত। 

নিহতের ছেলে মো. ইদ্রিস হোসেন বলেন, ‘ওইদিন বিকেলে আমার মায়ের পায়ে খাটের নিচ থেকে বিষাক্ত সাপ ছোবল দেয়। প্রথমে আমরা বুঝতে পারিনি যে সাপে ছোবল দিয়েছে। পরে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।’ 

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. শামসুল ইসলাম সোহেল বলেন, ‘রোগীর স্বজনেরা প্রথমে নিশ্চিত করে বলতে পারেননি যে তাকে সাপ ছোবল দিয়েছে। তাই সাপে কাটা রোগীর টিকা অ্যান্টিভেনম ইনজেকশন পুশ করা হয়নি। সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছিল।’

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ