Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান মল্লিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার নতুন বাসস্ট্যান্ড সড়কে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি ও জেলা কৃষক দলের সহসভাপতি আব্দুর রহমান মল্লিক প্রধানমন্ত্রীকে কটূক্তি করে কথা বলেন এবং নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস শেয়ার করেন। এর আগে তিনি বর্তমান সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সরকারবিরোধী বক্তব্য দেন। এমন ব্যক্তিকে নিয়ে গড়ে তোলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে, তাঁকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য হাসান শিকদারসহ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্যরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান মল্লিক তাঁর নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি জেলা বাসমালিক সমিতিসহ বিভিন্ন জায়গায় সমালোচিত হন।

বিসিসির কাজ বাগাতে তৎপর বিএনপি নামধারীরা

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পেটাল বখাটেরা

মাছ ধরার ট্রলারে ইয়াবার চালান, ১৬ পাচারকারী গ্রেপ্তার

বিষখালী নদীতে ভাসছিল নারীর লাশ

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি কর: শিক্ষার্থীদের শ্রমসচিব

নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

রাঙ্গাবালীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে তরমুজচাষিদের মানববন্ধন

দশমিনার ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ১২ সদস্যকে শোকজ ডিসির