বরিশাল প্রতিনিধি
বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের পক্ষ ত্যাগ করায় দলীয় পুরস্কার পেলেন মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন। শুক্রবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
এর আগে, ২০১৯ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে এমপি পঙ্কজ দেবনাথের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটনকে বহিষ্কার করা হয়। মেহেন্দিগঞ্জে পঙ্কজ দেবনাথ বিরোধীরা বরিশাল জেলা আওয়ামী লীগ সমর্থিত। অভ্যন্তরীণ কোন্দলে বারবার রক্তাক্ত হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
দুই পক্ষের উত্থান-পতনের ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন প্রায় ৬ মাস আগে পঙ্কজ দেবনাথের পক্ষ ত্যাগ করে এমপি বিরোধী গ্রুপে যোগ দেন। এরই পুরস্কার হিসেবে শুক্রবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিবৃতি দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
জেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা বিবৃতিতে উল্লেখ করেছেন, মাহফুজুর রহমান লিটন দলীয় শৃঙ্খল মেনে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ এবং মুজিব আদর্শে অবিচল থাকার প্রতিশ্রুতি দেওয়ায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।