হোম > সারা দেশ > ঝালকাঠি

হাসপাতালের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

ঝালকাঠি, প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।

আজ সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগের পাশে নালায় একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ দেখতে পান রোগীর স্বজনেরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে উদ্ধার করে মর্গে পাঠায়। শিশুটির জন্মের পর নাড়ি কাটা হয়নি।

হাসপাতালে থাকা একাধিক রোগী ও তাঁদের স্বজনরা বলেন, নবজাতকটির গলায় ওড়না প্যাঁচানো ছিল।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. টি এম মেহেদী হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, গাইনি ওয়ার্ডের পেছনে নবজাতকের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে তারা তা উদ্ধার করে। ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালটির সবগুলো সিসি ক্যামেরা অচলের বিষয়ে জানতে চাইলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে