বরিশাল সদর উপজেলার পূর্ব কর্নকাঠি গ্রামে নিজ বসতঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন রাহাত হাওলাদার (২২) ও লামিয়া আক্তার (২০)।
আজ সোমবার দুপুরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে করছে।
পুলিশ জানিয়েছে, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রাহাতের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর খাটের ওপর পড়ে ছিল স্ত্রী লামিয়ার লাশ। রাহাত কর্নকাঠি এলাকার অটোরিকশাচালক স্বপন হাওলাদারের ছেলে।
জানা গেছে, রাহাত হাওলাদারের বসতঘরের দরজা সকাল থেকে বন্ধ ছিল। বেলা বাড়লেও তাঁরা দরজা না খোলায় তাঁদের প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তাঁরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে রাহাতকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও তাঁর পায়ের কাছে খাটের ওপর স্ত্রী লামিয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে এই দম্পতির লাশ উদ্ধার করে। তাঁদের মধ্যে দাম্পত্য নিয়ে কলহ ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।