Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শেখ হাসিনার জনসভা ২৯ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শেখ হাসিনার জনসভা ২৯ ডিসেম্বর 

২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বরিশালে চলছে প্রস্তুতি। সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে এ নিয়ে আজ সভা হয়েছে।

যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং মেয়র খোকনের সঙ্গে বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া কথা বলেছেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে আমরা কাজ শুরু করেছি। তিনি বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী ভাষণ দেবেন। সাধারণ মানুষ তাঁকে বরণ করতে উদ্গ্রীব।’

তিনি বলেন, এরই মধ্যে আজ মঙ্গলবার নগর ভবনে মেয়রের নেতৃত্বে বৈঠক হয়েছে। গোটা দক্ষিণাঞ্চলের মানুষ, এমনকি মাদারীপুর থেকেও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেতা-কর্মীরা আসতে আগ্রহ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামী লীগের জনসভার সিদ্ধান্ত আজ মঙ্গলবার চূড়ান্ত হয়েছে। নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি থাকবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি শুরু হচ্ছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সর্বশেষ বরিশাল সফর করেছেন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালীর সীমান্ত পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন, পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তৃতা দেন।

কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক আটক

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

দশমিনায় নামাজরত বৃদ্ধার মাথায় কোপ

ধর্ষকদের মৃত্যুদণ্ড চায় ধর্ষণবিরোধী মঞ্চ

নেছারাবাদে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে বাবা-ছেলেকে মারধর

রুহিতার চরের সীমানা নির্ধারণ চেয়ে মানববন্ধন

ঝালকাঠি শহরে ইফতারের সময় ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৫

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার