হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য দূরত্বে স্থবির কার্যক্রম

খান রফিক, বরিশাল 

ড. সুচীতা শরমিন ও গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

চলতি বছরের গত ৩০ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. গোলাম রব্বানী। ইতিমধ্যে নিয়োগের ১ মাস ৮ দিন পেরিয়ে গেছে। তবে এ সময়ের মধ্যে তাঁর দপ্তরে কোনো ফাইল আসেনি।

অভিযোগ উঠেছে, উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সুচীতা শরমিন কোনো কাজকর্মই দিচ্ছেন না গোলাম রব্বানীকে। এতে অনেকটা কাগুজে সহ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে অলস সময় কাটাচ্ছেন তিনি। অথচ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, সহ-উপাচার্যের একাডেমিক কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও সে সুযোগ দিচ্ছেন না উপাচার্য। এতে ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নড়বড়ে হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ববির উপাচার্য ও সহ-উপাচার্যের মধ্যে ক্রমেই দূরত্ব বাড়ছে।

গত ২৮ নভেম্বর ক্যাম্পাসে এক স্মরণসভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে সহ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমি নিজেই বৈষম্যের শিকার। এখানে কাজ করতে এসেছি। রুমে বসে পত্রিকা পড়তে আসিনি। একটা মাস ধরে অফিসে সকাল ৯টায় যাই, সন্ধ্যা ৭টায় ফিরে যাই। এতটা সময়ে কর্মহীন দিন অতিবাহিত করছি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ রয়েছে, সহ-উপাচার্য একাডেমিক বিষয়াবলি দেখভাল করবেন। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘একাডেমিক বিষয় বলতে শিক্ষার্থীদের ভর্তি, ক্লাস, পরীক্ষা, সিলেবাস, শিক্ষা-সংক্রান্ত সবকিছু তিনি পরিচালনা করবেন। অর্থ কমিটির সভাপতি সহ-উপাচার্য। গত তিন মাসেও সিন্ডিকেট সভা না হওয়ায় ববির অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন আটকে রয়েছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আইন অনুযায়ী সহ-উপাচার্যের একাডেমিক দিকগুলো দেখার কথা; কিন্তু তাঁকে দেখছি, বিশ্ববিদ্যালয়ে আসেন আর যান।

ববিতে প্রথমবারের মতো সহ-উপাচার্য নিয়োগ করা হয়েছে। আইনে তাঁর দায়িত্ব পরিষ্কারভাবে উল্লেখ নেই। তাঁকে তাই ধৈর্য ধরতে বলেছি। ড. সুচীতা শরমিন, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রয় বলেন, ৫ আগস্টের পর একাডেমিক কাজে গতি কম হচ্ছে। সহ-উপাচার্যকে একাডেমিক দায়িত্ব দেওয়া হলে কাজে গতি আসত; কিন্তু যতটুকু জানি, তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি।

ববির সহ-উপাচার্য গোলাম রব্বানী আজকের পত্রিকাকে জানান, এখনো বিশ্ববিদ্যালয়ে তাঁর দায়িত্ব বুঝে পাননি। ফলে কোনো কাজই শুরু করতে পারেননি। উপাচার্যকে কয়েকবার দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছেন; কিন্তু তিনি ধৈর্য ধরতে বলেন বারবার। তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বসে থাকার সুযোগও নেই। আমাকে কোনো ফাইল না দেওয়া, দায়িত্ব বুঝিয়ে না দেওয়া অপমানজনক ও বিব্রতকর।’

সহ-উপাচার্য আরও বলেন, তাঁকে কাজ বুঝিয়ে না দেওয়ায় একাডেমিক কার্যক্রম গতিশীল হচ্ছে না। দায়িত্ব পেলে গবেষণা, শিক্ষক-সংকট, সেশনজট দূরীকরণ, ফলাফল দ্রুত প্রকাশের উদ্যোগ নিতে পারতেন বলে মনে করছেন তিনি।

সহ-উপাচার্য আরও জানান, তিনি আর বসে বসে বেতন নিতে পারেন না। এ অবস্থা চলতে থাকলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কিংবা শিক্ষা উপদেষ্টাকে অবহিত করবেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘এখনো গাড়ি পাইনি। ভাড়া গাড়িতে করে চলাচল করতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রারকে ফোন দেওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, সহ-উপাচার্যকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া এখন ওপেন সিক্রেট। তাঁকে কাগুজে সহ-উপাচার্য করে রাখা হয়েছে। এটা একধরনের ক্ষমতা কুক্ষিগত করার শামিল।

এ বিষয়ে কথা হলে ববি উপাচার্য ড. সুচীতা শরমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ববিতে প্রথমবারের মতো সহ-উপাচার্য নিয়োগ করা হয়েছে। আইনে তাঁর দায়িত্ব পরিষ্কারভাবে উল্লেখ নেই। তাঁকে তাই ধৈর্য ধরতে বলেছি।’

এক মাসেও সহ-উপাচার্যকে কাজের কোনো ফাইল না দেওয়ার কথা স্বীকার করে উপাচার্য বলেন,

‘এটা সত্যি কথা যে, তাঁকে কোনো ফাইল দেওয়া হয়নি। কিন্তু তাঁকে একাডেমিক সভায় যুক্ত করেছি, নবীনবরণ অনুষ্ঠানে রেখেছি।’

পাথর না দিয়ে কেবল বালু-পিচে রাস্তা সংস্কার, রুখে দিল স্থানীয়রা

ধর্ষণ মামলার বাদীকে হত্যা, ৪ দিনেও শনাক্ত হয়নি খুনিরা

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পোষা বিড়াল খুঁজে পেতে পোস্টারিং, পুরস্কার ঘোষণা

ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক আটক

খাদ্যবান্ধব কর্মসূচি: তালতলীতে ডিলার নিয়োগে অনিয়ম, বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

মারা যাওয়া স্বজনের বাড়িতে মা-বাবা, ঘরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী

দুই সহোদরের উদ্যোগে এক টাকায় ইফতার

শ্বাসনালিতে খাবার আটকে শিশুর মৃত্যু