হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে হামলায় দলের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সকালে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পৌর শহরের স্বনির্ভর সড়কে এই হামলার ঘটনা ঘটে। বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পটুয়াখালী জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছিল দলের নেতা-কর্মীরা। এ সময় পৌর শহরের স্বনির্ভর সড়কে হামলা চালানো হয়। পরে তাঁদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এ ব্যাপারে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাদের সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সমাবেশে এই হামলা চালিয়েছে। তাতে আমাদের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।’

তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা নিজেরা নিজেরাই এই ঝামেলা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসনসহ দলের অন্য নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। পাশাপাশি সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন