বরিশালের আগৈলঝাড়ার পৃথক দুটি স্থানে কুকুরের কামড়ে দুইজন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহতরা হলেন উপজেলার বাশাইল গ্রামের নিখিল বাড়ৈর স্ত্রী শিল্পী বাড়ৈ (৩৫) ও চাউকাঠি গ্রামের মোবারেক হোসেনের ছেলে হাসান (২৩)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে রাস্তায় বের হলে কুকুরের কামড়ে ওই দুজন আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হবে, যাতে করে ওই রোগীর কারণে অন্য মানুষের ক্ষতি না হয়। একই সঙ্গে জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচতে রোগীকে অবশ্যই রেভিক্স ভিসি প্রয়োগ করতে হবে।
ডা. মামুন মোল্লা আরও বলেন, কুকুরের কামড়ে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।