হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে অস্বাভাবিক আকৃতির এক ছেলে শিশুর জন্ম হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে শিশুটির জন্ম হয়। তবে নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন। 

এই নবজাতক উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ বাসন্ডা গ্রামের এক দম্পতির সন্তান।  

স্থানীয়রা জানান, এক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। ছেলেটি ঢাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের পর মেয়েটি প্রথমবারের মত সন্তান গর্ভধারণ করেন। এ অবস্থায় নির্দিষ্ট সময় পর পর তাকে পার্শ্ববর্তী সুবিদখালী উপজেলার মক্কা ক্লিনিকে চেক আপ করানো হয়। তবে সে সময়ে ক্লিনিকের ডাক্তাররা নবজাতকের অস্বাভাবিক কোনো লক্ষণ দেখতে না পেয়ে বাড়িতে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পরামর্শ দেন। এরপর গত শুক্রবার ভোর রাতে ওই নারীর প্রসব ব্যথা ওঠে। এ সময় তাকে শাশুড়ি ও বাড়ির লোকজন হেলেনা আক্তার নামে স্থানীয় এক দাইকে দিয়ে বাচ্চা প্রসব করান। জন্মের পর দেখা যায় ওই নারীর সন্তানটির একটি চোখ বন্ধ। নাক ও মুখ বাঁকা। ডান পাশের গালে ও নাকে অস্বাভাবিক মাংসপিণ্ড। 

এদিকে সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। আবার অনেকেই ওই শিশুটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যা মুহূর্তের মধ্যেই এলাকায় ভাইরাল হয়ে যায়।  

নবজাতকের নানা মো. জাহাঙ্গীর খান আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে আমার মেয়ে অসুস্থ হলে আমরা স্থানীয় দাইকে খবর দেই। সে এসে নবজাতককে প্রসব করায়। জন্মের পর তার মুখে অস্বাভাবিক গঠন দেখা যায়। রোববার আমরা নবজাতককে নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যাব।’ 

নবজাতকের মামা মো. নুরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গর্ভাবস্থায় স্থানীয় ক্লিনিকে তিনবার  আল্ট্রাসনোগ্রাম করানো হয়। কিন্তু বাচ্চার সমস্যা কথা তখন তারা কেউ বলেনি। তারা আমাদের তখন জানালে আমরা হাসপাতালে নবজাতকের ডেলিভারি করাতাম। প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতাম।’ 

বেতাগী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফাহমিদা লক্সর আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি জন্মগত ক্রুটি নিয়ে জন্মেছে। শিশুটিকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।’

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ