হোম > সারা দেশ > পিরোজপুর

শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে শিক্ষককে মারধর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে। শিক্ষককে মারধরের প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ও হামলাকারীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মারধরের শিকার আহত শিক্ষক মো. বদিউজ্জামান লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। হামলাকারীরা ওই ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ও তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। 

হামলায় আহত শিক্ষক মো. বদিউজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছিলেন। এ সময় শরিফুল ও তাঁর ভাই রফিকুল তাকে ক্লাস থেকে ডেকে নিয়ে মারধর করেন। রফিকুল পটুয়াখালীর লেবুখালী সেনা ক্যাম্পে চাকরিরত। 

এ ব্যাপারে বৈঠাকাটা ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মো. আউয়াল বলেন, ‘খবর শুনে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী মীমাংসার উদ্যোগ নিয়েছেন। তার পরও কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘শিক্ষক বদিউজ্জামানেরও কিছু অপরাধ রয়েছে। তাই পুলিশ উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে নাজিরপুরে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি স্থানীয়ভাবে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেওয়া হয়েছে।’ 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ