হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে বিদ্যালয়ের ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সদর উপজেলার একটি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের দরজা ভেঙে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সাচিলাপুর কিস্তাকাঠী স্কুল অ্যান্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে সরকারিভাবে ২০২২ সালের অক্টোবর মাসে আইসিটি ল্যাব স্থাপিত হয়। তখন ল্যাবে ১৭টি ল্যাপটপসহ অন্যান্য মালামাল সরবরাহ করা হয়। রাতে প্রতিষ্ঠানটিতে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় রাত ২টা ৫১ মিনিট পর্যন্ত রেকর্ড থাকলেও তার পরবর্তী কোনো তথ্য পাওয়া যায়নি। 

নৈশপ্রহরী মো. রাকিব হোসেন বলেন, ‘রাত ২টা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। শরীর খারাপ থাকায় রাত ২টার পর আমি নিচতলার অফিস রুমের সোফায় ঘুমিয়ে পড়ি। ভোরবেলা ঘুম ভাঙার পর রুম থেকে বের হব, কিন্তু বাহির থেকে দরজা আটকানো ছিল। পরে আমি স্থানীয় জাহাঙ্গীর হাওলাদারকে খবর দিয়ে তার সহায়তায় দরজা খুলে বের হয়ে দেখি দ্বিতীয় তলার পশ্চিম পাশের ল্যাবের গেটের হ্যাজবল ভাঙা ও ভেতরে একটি ল্যাপটপও নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে আমি প্রধান শিক্ষককে জানাই।’ 

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোসলেম আলী সিকদার বলেন, ‘সকালে খবর পেয়ে প্রতিষ্ঠান ছুটে যাই। গিয়ে দেখি ল্যাবে থাকা ওয়ালটন ব্র্যান্ডের ১৬টি ল্যাপটপ নেই। পরে বিষয়টি থানা-পুলিশকে জানাই।’ 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ