দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়ে গাছ কেটে সরানোর সময় ডালের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম নাসির উদ্দিন হাওলাদার (৪৮)। আজ শনিবার দুপুরে উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাসির উদ্দিন হাওলাদার দশমিনা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে উপজেলার মুসলিমপাড়া এলাকার হাদি প্যাদারের ঘরের ওপর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। ওই গাছটি কেটে অপসারণ করার জন্য শ্রমিক নাসির উদ্দিন পাশের নারিকেল গাছে উঠে গাছের ডাল কেটে অপসারণের চেষ্টা চালায়।
এ সময় রেইনট্রি গাছের একটি মোটা ডাল নাসির উদ্দিনের বুকে আঘাত করলে তিনি নারকেল গাছে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং দশমিনা থানা–পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে নাসির উদ্দিনের লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দশমিনা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।