ভোলায় আগুনে পুড়ে গেছে আল মদিনা বিট সেন্টার নামের একটি ফার্নিচারের গোডাউন। আজ শুক্রবার ভোরে শহরের যুগিরঘোল এলাকায় ঈদগাহ মাঠের বিপরীতে রাস্তার পাশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ ভোরে ফজর নামাজের জন্য প্রস্তুতি নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ী মো. রিপনের আল মদিনা ফার্নিচারের টিনশেড গোডাউনে আগুন দেখতে পান। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. ফারুক হোসাইন হাওলাদার আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বাসিন্দারা আল মদিনা বিট সেন্টার ফার্নিচারের গোডাউনে আগুন দেখতে পেয়ে আমাদের জানায়। পরে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’