ভোলা প্রতিনিধি
ভোলায় ৫ হাজার পিচ ইয়াবাসহ মো. আমির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইলিশা (তাল তলা) লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আমির হোসেনের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১৭ নম্বর বার পাড়া ইউনিয়নের আমিরা বাদ এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা। তিনি আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।