হোম > সারা দেশ > বরিশাল

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য। চার বছর আগে পুলিশে যোগদান করে। সর্বশেষ তিনি বিমানবন্দর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বসত ইটভাটার আগুনে পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন তাঁর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের–ই–বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে দুর্ঘটনা দিনই শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। ঢাকার হাসপাতালে টানা ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা যায় তিনি।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যায় এসআই মেহেদী। শুক্রবার তাঁর গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।’

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বরিশাল নগরে গৃহকর: ঘুষ দিলে মাপা হয় না ঘর

নেছারাবাদে গভীর রাতে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, বিএনপি নেতাসহ ৩৪ জনের নামে মামলা

সেকশন