দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে মাইকে প্রচার করে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।
দশমিনা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. আবুল কালাম আযাদ এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ৩৩ কেভি লাইনের ওপর গাছের ডাল ঝুলে থাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এসব গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকের সাময়িক এই অসুবিধার জন্য দশমিনা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবুল কালাম আযাদ দুঃখ প্রকাশ করেন।