ভোলার লালমোহনে মো. হাবিব উল্যাহ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
বৃদ্ধের ছেলে মো. কামাল হোসেন বলেন, ‘বাবা দীর্ঘ দিন ধরে মুখে ঘায়ের কারণে অসুস্থ ছিলেন। সকালে বাবাকে ঘরে রেখে কাজে যাই। কিছুক্ষণ পর মা ঘরে এসে বাবাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করেন। আমিসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দড়ি কেটে বাবার মরদেহ নিচে নামাই।’
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।