কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখা গেছে। দীর্ঘদিন হরতাল ও অবরোধে পর্যটকশূন্য কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে মুখরিত হওয়ায় হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট মুখে।
সরেজমিনে দেখা গেছে, পর্যটকেরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। কেউবা আবার বেঞ্চিকে বসে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। আগতদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি বাহার-শিমুল আজকের পত্রিকাকে জানান, সন্তানদের পরীক্ষা শেষ, তাই এখানে ঘুরতে এসেছেন। অনেক আনন্দ করছেন তাঁরা।
বিচ ফটোগ্রাফার মনির আজকের পত্রিকাকে জানান, বেশ কিছুদিন থেকে পর্যটক না আসায় জমানো টাকা খরচ করে দিনাতিপাত করেছেন। আজ পর্যটক দেখে ভীষণ আনন্দিত তিনি।
তিনি আরও জানান, বছরের এই সময়ে পর্যটক পরিপূর্ণ থাকার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায় খুব মন্দা যাচ্ছে।
তিনি আরও জানান, পর্যটকেরা যাতে সমুদ্রের গভীরে না যায়, সে জন্য মাইকিং করে তাদের সতর্ক করা হচ্ছে।