ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা (৬৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে উপজেলা সদরের দক্ষিণ আউরা এলাকায় ভাড়া বাসায় মারা যান।
সাহানা কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য ও উপজেলার পশুরীবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শওকত আলী খলিফার মেয়ে। এ ছাড়া সাহানা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক পরিবার কল্যাণ সহকারী ছিলেন।
সাহানা তিন ভাই ও তিন বোনসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি কাঠালিয়া উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা ছিলেন। আজ মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার বলেন, ‘উপজেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা মারা গেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক জানাচ্ছি।’