হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের কর্মী লালন ফকিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিলাস চত্বরে পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা লালন ফকিরের হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। তারা মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত শনিবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের কর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে শারিকতলা ইউনিয়নে লালন ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এর দুই দিন পর চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ