নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব রাজাপুর ব্যাপারী বাড়ির মসজিদের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশু হচ্ছে স্থানীয় জাহের জমাদারের ছেলে মো. আব্দুল্লাহ (৫) এবং রুহুল আমিন রাড়ীর নাতি মো. সাইফুল্লাহ (৬)।
জানা গেছে, ঈদের ছুটিতে সাইফুল্লাহ ঢাকা থেকে তার নানাবাড়ি বেড়াতে আসে। আব্দুল্লাহ ও সাইফুল্লাহ মিলে পাশের মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা টের পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাইফুল দুই শিশুর স্বজনদের বরাত দিয়ে বলেন, সম্ভবত একজন পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। অসাবধানতায় এ রকম ঘটনা অহরহ ঘটছে। যা খুবই দুঃখজনক।