হোম > সারা দেশ > বরিশাল

দোকানে চুরির অভিযোগ, ‘আত্মহত্যার চেষ্টা’ শিশুর

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ১১ বছরের এক শিশুর বিরুদ্ধে দোকান থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির বিষয়টি তার মাকে জানানো হলে ভয় পেয়ে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। 

উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে গতকাল রাতেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই শিশুর নাম জামিল দর্জি। সে উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের নিজাম দর্জির ছেলে। 

অভিযোগকারী প্রতিবেশী সিদ্দিক প্যাদা জানিয়েছেন, তাঁর দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে জামিল। তাৎক্ষণিক তিনি ও স্থানীয়রা শিশুটিকে ধরে ফেলেন। পরে ওই শিশুর দেওয়া তথ্যমতে বালুর ভেতরে লুকিয়ে রাখা টাকা উদ্ধার করা হয়। বিষয়টি তাঁর স্ত্রী ওই শিশুর বাড়িতে জানাতে গেলে জামিল দৌড়ে ঘরের ভেতর গিয়ে কীটনাশক পান করে। স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সিদ্দিক প্যাদা আরও বলেন, শিশুর মা চুরির বিষয়ে জানার পর সে মায়ের ভয়ে ভেতরে গিয়ে কীটনাশক পান করে। অথচ তাঁর ওপর দোষ চাপানো হচ্ছে, তিনি নাকি কীটনাশক খাইয়েছেন। এ বিষয়ে জানতে শিশুর বাবা নিজাম দর্জির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন। 

গাজীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি। টাকা চুরির ঘটনায় মায়ের ভয়ে বিষপান করেছে ওই শিশু।’ 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন