ভোলার লালমোহন উপজেলায় আট মামলার আসামি দেলোয়ার হোসেন নসুকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ার হোসেন নসুর বাড়ি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলীগৌরনগর ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নসুকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে তিনটি চাঁদাবাজির মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ বাদী হয়ে দেলোয়ার হোসেন নসুর নামে লালমোহন থানায় অস্ত্র আইনে মামলা করেছে।