গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক মুকুল ও ব্যবসায়ী বাদল মোল্লা। মুকুল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিবিরকান্দা গ্রামের বাসিন্দা ও বাদল একই উপজেলার চুমুরদি গ্রামে মোতাহার মোল্লার ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে চালক ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরে হাইওয়ে থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি গৌরনদীতে উপজেলার তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
ওসি আরও জানান, ট্রাকটি পুকুর থেকে উদ্ধার করে হাইওয়ে থানার রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।