পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের একটি সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় আজকের পত্রিকার পাথরঘাটার প্রতিনিধি তারিকুল ইসলাম কাজী রাকিবসহ ভিন্ন ভিন্ন ঘটনায় সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এ মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পাথরঘাটার সাংবাদিকেরা।
আজ বুধবার সকাল ১০টায় পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পাথরঘাটা প্রেসক্লাবে ও উপজেলা প্রেসক্লাবসহ পাথরঘাটার সব সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
ভিন্ন ভিন্ন মামলায় আসামিরা হলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি জাকির হোসেন খান, নির্বাহী সদস্য ও আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম কাজী রাকিব, মোহনা টিভির প্রতিনিধি সুমন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আরটিভি প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ, কালবেলা প্রতিনিধি আল আমিন ফোরকান ও আলোকিত প্রতিদিনের প্রতিনিধি জিয়াউর রহমান।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মির্জা শহিদুল ইসলাম খালেদ, জাফর ইকবাল, অধ্যাপক আমিনুল ইসলাম, কাউন্সিলর কাকন মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম খোকন, জাকির হোসেন খান ও অমল তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ করায় পাথরঘাটার সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আল মামুন নামে এক ব্যক্তির কর্তৃক পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাঁর চাচাতো ভাই লিটন হাওলাদার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এই আল মামুন প্রবাসে থাকা অবস্থায় এক নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ করে এর ভিডিও তৈরি করে ব্ল্যাকমেলের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করায় ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে ১৩টি মামলা করেন। এসব মামলার কারণে ভুক্তভোগী নারী পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার করলে আল মামুন সাংবাদিকদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এতে আজকের পত্রিকা, মোহনা টিভি ও কালবেলার প্রতিনিধিকে আসামি করা হয়।
এ ছাড়া হরিণঘাটা বনের হরিণ শিকারি চক্রের সদস্যরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। এ সংবাদ সম্মেলন প্রচার করায় মানবজমিন প্রতিনিধির বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন পারভিন নামের এক নারী।
চরদুয়ানি ইউনিয়নের এক নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির নিউজ করায় সংবাদ পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।
পাথরঘাটা সদর ইউনিয়নের এক ইউপি সদস্য শহিদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধের দ্বন্দ্ব নিয়ে সংবাদ প্রকাশ করায় আরটিভি প্রতিনিধি ও আলোকিত প্রতিদিনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।
মানববন্ধনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় শতাধিক মানুষের উপস্থিত ছিলেন।