হোম > সারা দেশ > বরিশাল

চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিহত শরীফ তরফদার। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।

পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাগরে ডাকাতি: ২ কোটি টাকার মালপত্র লুট, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

পরীক্ষার আগে একই পথে, পরে আলাদা হয়ে গেলেন বাবা-মেয়ে

পটুয়াখালীতে সাবেক চিফ হুইপের ছোট ভাইয়ের কারাদণ্ড

ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ: শ্রমিক দল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে যুবদল নেতার পা ভেঙে দিলেন সহকর্মীরা

সাগরে গণডাকাতি, পাথরঘাটার অর্ধশত জেলে গুলিবিদ্ধ

জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের ফের হামলা, মৎস্য কর্মকর্তাসহ আহত ২

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই

বরিশালে নগর বিএনপির কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে তুমুল মারামারি