হোম > সারা দেশ > বরিশাল

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, তরুণ আটক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

আটক হাসান শিকদার। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক তরুণকে আটক করা হয়েছে।

স্কুলছাত্রী জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম। তিনি বলেন, এ ঘটনায় এক তরুণকে আটক বেতাগী থানা-পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

জখম হওয়া স্কুলছাত্রীকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আটক তরুণের নাম হাসান শিকদার (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসান শিকদার অনেক দিন ধরে এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই ছাত্রী সাড়া না দিলে হাসান বিরক্ত করা শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রী পরিবারকে এ বিষয়ে জানালে তার পরিবার হাসানের বাসায় গিয়ে নালিশ দিয়ে আসে।

এতে হাসান ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ওই ছাত্রীর ওপর আক্রমণ করেন। এতে তার দুটি আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। খবর পেয়ে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন