Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, তরুণ আটক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, তরুণ আটক
আটক হাসান শিকদার। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক তরুণকে আটক করা হয়েছে।

স্কুলছাত্রী জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম। তিনি বলেন, এ ঘটনায় এক তরুণকে আটক বেতাগী থানা-পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

জখম হওয়া স্কুলছাত্রীকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আটক তরুণের নাম হাসান শিকদার (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসান শিকদার অনেক দিন ধরে এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই ছাত্রী সাড়া না দিলে হাসান বিরক্ত করা শুরু করেন। একপর্যায়ে ওই ছাত্রী পরিবারকে এ বিষয়ে জানালে তার পরিবার হাসানের বাসায় গিয়ে নালিশ দিয়ে আসে।

এতে হাসান ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ওই ছাত্রীর ওপর আক্রমণ করেন। এতে তার দুটি আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। খবর পেয়ে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের