Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিষখালী নদীতে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বিষখালী নদীতে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে শনিবার রাতে নিখোঁজ কলেজছাত্র আলিফের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাকেরগঞ্জের নিয়ামতি এলাকার বাড়িবাড়িট নামক স্থানের বিষখালী নদীর চর থেকে আলিফের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানালে আলিফের স্বজনেরা গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে। পরে বেতাগী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম ও বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন মৃত আলিফের মরদেহ শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের মাধ্যমে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন আমাদের জানালে আমরা আলিফের স্বজনদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাঁর মরদেহ শনাক্ত করি। পরে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলিফের জানাজা আজ দুপুর ২টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে নৌকায় বিষখালী নদীতে ভ্রমণকালে ঝড় উঠলে নদীর ঢেউয়ে নৌকা ডুবে যায়। এ সময় আলিফের ৬ বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন। তিনি বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক