হোম > সারা দেশ > বরিশাল

ক্রাচে ভর করে ইভিএমে ভোট দিতে সবার আগে কেন্দ্রে বাবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল সিটি নির্বাচনে ভোপ গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে কেন্দ্রে আসছেন ভোটারেরা। লাইনে থাকা ভোটাররা সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একটি পা অচল। চলার সঙ্গী দুইটি ক্রাচ। স্বাভাবিকভাবে হাটতে তাঁর কষ্টই হয়। তবুও সবার আগে ভোট কেন্দ্রে এসেছেন নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে। ইভিএমে প্রথম ভোট দেবেন তাই তার মধ্যে এক অন্যরকম উদ্দীপনা কাজ করছে ৷ তবে কোনো দুশ্চিন্তা নেই ৫৫ বছর বয়সী মো. বাবুল পাটোয়ারির।

রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় ভোটের লাইনে দাঁড়িয়েই বাবুল পাটোয়ারি কথা বলেন আজকের পত্রিকার সঙ্গে। নগরীর ২৪ নাম্বার ওয়ার্ডের খেয়া ঘাট এলাকার এই বাসিন্দা জানালেন, প্রত্যেকটি ভোটে তিনি সবার আগে কেন্দ্রে এসে ভোট দিয়ে থাকেন। এটা করতে তাঁর ভালো লাগে।

ইভিএমে প্রথম ভোট দিচ্ছেন কোনো ভীতি কাজ করছে কী না—এমন প্রশ্নের জবাবে বাবুল মিয়া বলেন, ‘এটা তো নতুন পদ্ধতি ৷ তবে ভয় নেই ৷ ভোট দিতে ভেতরে ঢুকি তারপর বাকিটা বোঝা যাবে।’

এই কেন্দ্রে ঠিক আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে থেকেই অন্তত একশত ভোটার এসে এখানে ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছেন। 

বরিশাল সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও নিরাপদ ভোট করতে শহরের ভোট কেন্দ্রগুলোতে বসানো হয়েছে ১ হাজার ১০০ সিসি ক্যামেরা।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ