Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

দুর্নীতির দায়ে বরিশালে ভূমি কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুর্নীতির দায়ে বরিশালে ভূমি কর্মকর্তা কারাগারে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে বরিশালে ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান পান্নাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুদকের করা মামলায় আজ বুধবার তিনি বিভাগীয় বিশেষ জজ মেহেদি আল মাসুদের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানের আদেশ দেন। 

অভিযুক্ত মো. মিজানুর রহমান পান্না সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও বরিশাল নগরীর কাউনিয়া মনসা বাড়ি এলাকার বাসিন্দা। 

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ২৩ হাজার ৭১৭ টাকার তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৩৫ লাখ ২৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়।

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার মামলাটি করেন। পরে ২০২৩ সালের ১০ আগস্ট বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা একমাত্র আসামি চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান পান্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।’ 

তিনি আরও বলেন, ‘বুধবার সরকারি কর্মকর্তা পান্না আসামি হিসেবে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।’

নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন

ছাত্রদল কর্মী ইপ্সিতার মৃত্যু: অভিযুক্তদের খুঁজছে পুলিশ, তদন্তে অগ্রগতি নেই

সুগন্ধায় ইলিশ ধরতে গিয়ে দুই জেলের ১৫ দিনের জেল

শিশুদের রংতুলিতে বরিশাল ডিসি লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদ

মামার সঙ্গে ইয়াবা সেবন: দল থেকে বহিষ্কার সেই ভাগনে

তৃতীয় স্ত্রী হত্যার দায়েও যুবককে মৃত্যুদণ্ড দিলেন আদালত

বরিশালে এলাকাবাসীর বাধায় শত বছরের পুরোনো পুকুর ভরাট বন্ধ

মেহেন্দীগঞ্জে কৃষককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে মারধর, সংঘর্ষে আহত ৮

নিষেধাজ্ঞার আগমুহূর্তে বরিশালে ইলিশ বেচাকেনার ধুম

গাবখান চ্যানেলে ভাঙন, ঝুঁকিতে শতাব্দীপ্রাচীন সাগরকান্দা হাট