Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আ. লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আ. লীগ নেতা নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে আজ রোববার দুপুরে সংঘর্ষের মধ্যে টুটুল চৌধুরী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বরিশাল মহানগরীর চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি। 

নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী ছিলেন। 

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন জানান, আজ রোববার দুপুর ২টার দিকে চৌমাথায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে মৃত্যু হয় টুটুলের। তিনি দলের ত্যাগী নেতা ছিলেন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আনোয়ার হোসেইন জানান, বেলা ২টার দিকে সিঅ্যান্ডবি রোড সংলগ্ন আমতলার মোড়ে আন্দোলনকারীরা টুটুল চৌধুরীকে বেদম মারধর করে। হাসপাতালে নেওয়ার হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, সকাল ১১টা থেকে চৌমাথা, নবগ্রাম রোড দখল করে রাখে ছাত্রলীগ-যুবলীগ। পরে বেলা ১২টার দিকে শত শত আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে চৌমাথা দখল করে নেয়। এ সময় তারা নবগ্রাম রোডে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক