Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ইটভাটার জন্য নদীতীরের মাটি কাটায় জরিমানা, এক্সকাভেটর-বাল্কহেড জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ইটভাটার জন্য নদীতীরের মাটি কাটায় জরিমানা, এক্সকাভেটর-বাল্কহেড জব্দ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লতাচাপলী ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরির কাজে খাপড়াভাঙ্গা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এক্সকাভেটর (ভেকু), একটি পন্টুন, একটি বাল্কহেড জব্দ করা হয়। 

খাপড়াভাঙ্গা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটা করা হয়। ছবি: আজকের পত্রিকাজব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে জব্দ মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দ করা মালামাল রাখা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। জব্দ মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের