হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনা গোয়েন্দা পুলিশের হাতে দুই কেজি গাঁজাসহ আটক দুই মাদক বিক্রেতা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে দুই কেজি গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার মহিষকাটা স্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বরগুনা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই মাদক বিক্রেতার নাম সোহেল (২৫) ও জসিম সরদার। সোহেল কুমিল্লা জেলার দুর্গাপুর উপজেলার চম্পানগর গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে সোহেল দুই কেজি গাঁজা নিয়ে মহিষকাটা স্ট্যান্ডে থাকা শাখারিয়া গ্রামের মজিবর সরদারের ছেলে জসিম সরদারের কাছে যান। এই তথ্যের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার আজ সকালে মহিষকাটা স্ট্যান্ডে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানে দুই কেজি গাঁজাসহ সোহেল ও জসীমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপর আমতলী থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে প্রেরণ করেন।

আমতলী থানার ওসি মো. আরিফ হোসেন আরিফ গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ